কাঠের মই বেয়ে উঠতে হয় ৮৫ লাখ টাকার সেতুতে

ডেইলি স্টার তালতলি, বরগুনা প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩, ১১:৩৫

বরগুনার তালতলীতে প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু ব্যবহার করতে হচ্ছে কাঠের মই বেয়ে। নিশানবাড়িয়া ইউনিয়নের নামেশিপাড়া গ্রামের নিদ্রা খালের ওপর সেতুটি ১ বছর আগে নির্মাণ করা হয়। মূল সেতুর নির্মাণ কাজ শেষ হলেও ১ বছরেও দুই পাড়ে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে পড়েছে ৩ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ।


তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০২১-২০২২ অর্থ বছরে নিদ্রা খালের উপর ১৫ মিটার দৈর্ঘ্য ও ৮ মিটার প্রস্থের সেতুটি নির্মাণ করা হয়। ৮৪ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ পায় তালতলী উপজেলা যুবলীগের আহ্বায়ক ঠিকাদার মারুপ রায়হান তপু।


২০২২ সালের সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার কথা থাকলেও গেল ১ বছরেরও সড়ক নির্মাণ কাজ হয়নি। পাশের সংযোগ সড়ক না থাকায় মূল সেতুটিই শুধু খালের ওপর দাঁড়িয়ে আছে।


এতে নামিশেপাড়া, লাউপাড়া ও নিন্দ্রা গ্রামের প্রায় ৫ হাজার স্থানীয় বাসিন্দা নিরুপায় হয়ে মই বেয়ে সেতু পার হচ্ছেন। মই বেয়ে উঠতে পারছেন না শিশু, বৃদ্ধ ও নারীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও