ধোয়া কাপড় থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে? জেনে রাখুন সমাধান
জামাকাপড় একসঙ্গে জমিয়ে রাখবেন না
সপ্তাহজুড়ে জামাকাপড় এক জায়গায় জমিয়ে রাখবেন না, বরং ভাগ ভাগ করে রাখুন। এতে এক পোশাকের বোঁটকা গন্ধ আরেক কাপড়ে ছড়াবে না। বরং আলাদা করে ঝুলিয়ে রাখুন। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে না, কাপড় ধোয়ার সময় কষ্ট কম হবে।
কাপড় মেশিনে বেশিক্ষণ রাখবেন না
অনেকেই বাসায় ঢুকেই জামাকাপড় সরাসরি ওয়াশিং মেশিনে রেখে দেন। মেশিনের ভেতরে কাপড় বেশিক্ষণ থাকলে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে, যা থেকে সৃষ্টি হয় দুর্গন্ধ। তাই ধোয়ার আগমুহূর্তে কাপড় ওয়াশিং মেশিনে দিন।
অনেকেই মনে করেন, যত বেশি সাবান, তত ভালো পরিষ্কার। ব্যাপারটা কিন্তু তেমন নয়। বেশি বেশি সাবান দিলেই যে পোশাক ভালো পরিষ্কার হবে, তা নয়। বরং বেশি সাবান দিলে পোশাকে সাবানের গন্ধ লেগে থাকতে পারে। সেই গন্ধ থেকে তৈরি হতে পারে দুর্গন্ধ। আবার কম পরিমাণে সাবান দিলেও কাপড় ঠিকঠাক পরিষ্কার হবে না। সব মিলিয়ে পরিমাণমতো সাবান ব্যবহার করতে হবে।