কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বান্দরবানের এই মেঘ বাড়ি পেয়েছে আর্কেশিয়ার স্বীকৃতি

পাহাড়ের ওপরে একটি খামারবাড়ির নকশা করতে বসেছিলেন ডোমাস আর্কিটেক্টসের স্থপতি মুস্তাফা আমিন। তবে পাহাড়ের এতটা ওপরে পানির সরবরাহ নিয়ে ভাবনা ছিল। এরপর সেই নকশা বদলাতে বদলাতে একসময় রিসোর্টের রূপলাভ করে। বলছি বান্দরবানের ১২ মাইল এলাকায় গড়ে ওঠা সাইরু হিল রিসোর্টের কথা। পাহাড়ের গায়ে প্রশস্ত ঘর, বাঁশ–কাঠের নানা রকম উপাদান আর শৈল্পিক ভাবনা যে রিসোর্টকে আর্কেশিয়া থেকে এনে দিয়েছে সম্মানজনক স্বীকৃতি।

পুরস্কার পাওয়ার পর স্থপতি মুস্তাফা আমিন বলেন, ‘আগে কোথাও কখনো আমার কোনো প্রজেক্ট জমা দিইনি। এবারই প্রথম দিলাম। যেহেতু কোথাও জমা দিই না, তাই প্রকল্পগুলো শেষ হওয়ার পর ছবি বা ভিডিও ডকুমেন্টেশন সেভাবে গুছিয়ে রাখা হয়নি। তবে এবার জমা দিতে গিয়ে দেখলাম, নতুন করে ছবি তুলতে হবে। একবার চালু হয়ে যাওয়ার পর সেই স্থাপনার ছবি তোলা বেশ ঝক্কির কাজ। তারপরও কোনোরকমে সবকিছু জোগাড় করে জমা দিই। বিচারকদের কাছ থেকে সেটির স্বীকৃতি পেয়ে বেশ ভালোই লাগছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন