You have reached your daily news limit

Please log in to continue


বউ-শাশুড়ির সম্পর্ক কেমন হওয়া উচিত?

যৌথ পরিবারে বউ-শাশুড়ির দ্বন্দ্বটা থেকেই যায়। একটি মেয়ে এসে নিজের ছেলেকে পর করে দিচ্ছে—এমনটি ভাবেন অনেক শাশুড়ি। বেশিরভাগ শাশুড়ি বউকে প্রতিপক্ষ ভাবেন। তিনি হয়তো ভুলে যান, কোনো একদিন তিনিও বউ ছিলেন। তিনি তার শাশুড়ির জায়গা দখল করে নিজেকে প্রকাশ করতে চান।

যে মেয়ে তার ঘরে বউ হয়ে এসেছে; পুরোনো পরিবেশ ফেলে নতুন পরিবারে নিজেকে খাপ খাওয়াতে ব্যাকুল, তাকে তিনি অন্যভাবে দেখছেন। অথচ বউ এবং শাশুড়িই দিনের বেশিরভাগ সময় একসঙ্গে কাটান। তাই তাদের মধ্যেই ভালো বোঝাপড়া থাকা দরকার। যে কোনো সমস্যায় একজন অন্যজনকে সাহায্য করবেন।

শাশুড়িকে মনে রাখতে হবে, বউ তার সমবয়সী বা প্রতিপক্ষ নয়। আর বউকে শাশুড়ির সঙ্গে মানিয়ে নিতে হবে। দুজনকেই ছাড় দিতে হবে। দুজনের ভালো-মন্দ দুজনকে বুঝতে হবে। শাশুড়ির ওষুধপত্র থেকে শুরু করে তাকে আনন্দে রাখার জন্য বউকে পাশে থাকতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন