কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দাঁত কিড়মিড়ের কারণ, যা করবেন

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩২

ব্রুক্সিজম বা দাঁত কিড়মিড় স্বভাবের কারণে মানুষ তার নিজের অজান্তে দাঁত কামড়ায়। মানুষ জাগ্রত বা ঘুমন্ত অবস্থায় দাঁত কিড়মিড় করতে পারে। ব্রুক্সিজমের স্বভাব স্বল্পবিস্তর থাকলে চিকিৎসার দরকার হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে এই অবস্থা থেকে চোয়ালের সমস্যা, মাথা ব্যথা ও দাঁতের ক্ষয় হয়ে থাকে।



উপসর্গ


♦   দাঁত ক্ষয় হয়ে সমান হয়ে যায়, এনামেল উঠে যায় অথবা দাঁত ভেঙে যায়।


♦   দাঁত ক্ষয় হয়ে যাওয়ার কারণে দন্তমজ্জায় ঘা হওয়ার আশঙ্কা থাকে।


♦   দাঁত ব্যথা বা শিরশির করতে পারে।


♦   চোয়াল লক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।



♦   চোয়াল, ঘাড় বা মুখমণ্ডলে ব্যথা অনুভূত হয়।


♦   কানে কোনো সমস্যা না থাকলেও কান ব্যথার মতো মনে হয়।


♦   দাঁত কিড়মিড় করার সময় বিছানায় থাকা অন্য কারো ঘুমের সমস্যা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও