এক মাস হলো কনটেন্ট মনিটাইজেশন ফিচার চালু করে নিয়মিত ফেসবুক রিলস আর স্টোরি প্রকাশ করছেন নিশাত আনজুম। নিজের তৈরি পোশাক পরে বিভিন্ন ভিডিও কনটেন্ট ফেসবুকে প্রকাশ করেন এই নারী উদ্যোক্তা।
বিভিন্ন গান বা আবহসংগীতের সঙ্গে নিজের লাইফস্টাইল ও ফ্যাশনের বিভিন্ন কনটেন্ট বানিয়ে ফেসবুকে দেন। এতে তাঁর ফেসবুক প্রোফাইলে ১০ থেকে ১৫ ডলার জমা হয়েছে। সেই টাকা কীভাবে সংগ্রহ করবেন, তা নিশ্চিত করে জানেন না। নিশাতের মতো অনেকই আছেন, যাঁরা ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে অর্থ আয়ের সুযোগ নিতে চান, কিন্তু উপায় জানেন না।
প্রোফাইল থেকে মনিটাইজেশন
ছবি কিংবা ভিডিও প্রকাশের মাধ্যমে আয়ের সুযোগ সম্প্রতি আরও বিস্তৃত করেছে ফেসবুক। নতুন এই নিয়মে শুধু পেজই নয়, ফেসবুক প্রোফাইল থেকেও যে কেউ অর্থ আয় করতে পারবেন। ফেসবুক মনিটাইজেশন ফিচারের মাধ্যমে আপনি নিজের প্রকাশ করা আধেয় থেকে এই অর্থ উপার্জন করতে পারবেন।
ফেসবুক মনিটাইজেশন বিশেষজ্ঞ ও ডিজিটাল মার্কেটিংয়ের আরিফুল ইসলাম বলেন, ফেসবুক অনেক দিন ধরেই কনটেন্ট প্রকাশ করে অর্থ আয়ের সুবিধা দিচ্ছে। আগে এই সুবিধা পেজের জন্য চালু ছিল। বিভিন্ন নামে অর্থ আয়ের সুযোগ ছিল। এখন সবকিছু ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন ফিচারের মাধ্যমে পরিচালনা করছে। এ জন্য আপনাকে প্রফেশনাল মোড চালু করতে হবে। এটি চালু করলে আপনার প্রোফাইল একটি পাবলিক পেজের মতো কাজ করবে। প্রফেশনাল মোড চালু করতে প্রোফাইল পিকচারের নিচে থ্রি-ডট মেনুতে ক্লিক করুন।