তামিমকে ফোন করা সেই ব্যক্তি বিসিবি সভাপতি

প্রথম আলো প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৫

কাল দল ঘোষণার আগে থেকেই গুঞ্জন—দুই–তিন দিন আগে তামিম ইকবালের সঙ্গে বিসিবির কোনো এক শীর্ষ কর্তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি খেলবেন না, খেললেও তিনি যেন নিচের দিকে ব্যাট করেন, ওই কর্মকর্তার কাছ থেকে এমন অদ্ভুত প্রস্তাব পেয়েই নাকি উত্তেজিত হয়ে উঠেছিলেন তামিম।


আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে আর কোনো অস্পষ্টতা রাখেননি তামিম নিজেই। সরাসরি বলেছেন, ‘আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন। উনি বেশ ইনভলভড আমাদের ক্রিকেটে। আমাকে হঠাৎ করে ফোন করে বললেন, “তুমি তো বিশ্বকাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলতে হবে। তুমি এক কাজ করো। তুমি প্রথম ম্যাচ খেলো না আফগানিস্তানের সঙ্গে।” আমি বললাম, ভাই, এটা এখনো ১২-১৩ দিনের কথা। আমি তো এর মধ্যে ভালো কন্ডিশনে থাকব। কী কারণে খেলব না? তখন বললেন, “আচ্ছা তুমি যদি খেলোও, আমরা এমন একটা পরিকল্পনা করছি, তুমি যদি খেলোও, তাহলে নিচে ব্যাট করাব।”’


তামিমের এমন বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেই সেই বোর্ড কর্মকর্তা? তামিম ওই ব্যক্তির নাম না বললেও পরিচয় দিতে গিয়ে বলেছেন, তিনি ‘বোর্ডের টপ লেভেল’–এর কেউ এবং ‘উনি বেশ ইনভলভড আমাদের ক্রিকেটে।’


তামিমের ইঙ্গিত থেকে তিরটা যায় মূলত তিনজনের দিকে—বিসিবি সভাপতি নাজমুল হাসান, ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস এবং টিম ডিরেক্টর খালেদ মাহমুদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও