You have reached your daily news limit

Please log in to continue


‘এমন বিপদে বাংলাদেশ কখনই পড়েনি’

জাতীয় নির্বাচন ঘিরে ফের অনিশ্চয়তা। দিন যত ঘনিয়ে আসছে, উদ্বেগ-উৎকণ্ঠা ততই বাড়ছে। কী হবে সামনে? বাংলাদেশের ভবিষ্যৎ কী? রাজনীতির ভবিষ্যৎ কী? প্রধান দুই রাজনৈতিক জোট প্রায় যুদ্ধাংদেহী অবস্থায়। ছাড়ের প্রশ্নে অনড়। নির্বাচনের তফসিলের দিনক্ষণ গণনা হচ্ছে। অথচ সমাঝোতার কোনো লক্ষণ নেই।

বিগত দুটি নির্বাচন একতরফা হলেও আলোচনা, সংলাপের আয়োজন ছিল। ২০১৪ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে টেলিফোন করেছিলেন। যদিও তাতে ফল হয়নি। ২০১৮ সালে নির্বাচনের আগে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সংলাপ হলো। ফলাফল ছিল শূন্য।

আপাতত সংঘাতের পথ পরিহার করে আন্দোলন করছে বিএনপি ও অন্য বিরোধীদলগুলো। শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না তারা। অপরদিকে সরকারিদল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনার অধীনেই নির্বাচন করার কথা বারবার জানান দিচ্ছে আওয়ামী লীগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন