You have reached your daily news limit

Please log in to continue


আগামী নির্বাচনে অধিকাংশ ভোট পাবে বিএনপি: তারেক রহমান

বিএনপির ওপর জনগণের বিশ্বাস ও আস্থা রয়েছে জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের প্রথম চাওয়া প্রতিষ্ঠা হবে। আগামী নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট পাবে। এরপর আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসবে। এসব মোকাবিলার জন্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আমাদের ওপর জনগণের বিশ্বাস ও আস্থা রয়েছে। এই আস্থা ধরে রাখার দায়িত্ব শহীদ জিয়া ও খালেদা জিয়ার নেতাকর্মীদের। আমাদের উচিত এই আস্থাকে ধরে রাখা।

রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষের কল্যাণে, রাষ্ট্র মেরামতের জন্য অনেক আগেই আমরা ৩১ দফা উপস্থাপন করেছি। দিয়েছি বিভিন্ন সংস্কার কর্মসূচিও। অন্তর্বর্তী সরকার বিভিন্ন দলের সঙ্গে আলাপ-আলোচনা করে একটি সংস্কার কমিটি গঠন করেছে। তারা যে সংস্কার প্রস্তাব করছে, সেসব সংস্কারের অধিকাংশই বিএনপি আড়াই বছর আগেই বলেছিল। আমরা বিশ্বাস করি, দেশকে এগিয়ে নিতে, মানুষের জীবনযাপন উন্নত করতে হলে কতগুলো ব্যাপারে সংস্কার করতে হবে। এজন্যই আমরা সর্বপ্রথম সংস্কার করতে চেয়েছি। সংস্কার প্রস্তাব দিয়েছি।’

তিনি বলেন, ‘এখন জনগণের আস্থা নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করাই আমাদের মূল চ্যালেঞ্জ। তা নাহলে দেশ পিছিয়ে যাবে। দেশের মানুষ আরও কষ্ট পাবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘দেশের ভবিষ্যৎ কী তা দেশের মানুষ জানতে চায়। আপনাদের কি ধারণা আছে কেন জানতে চায়? কারণ, বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। তাই তারা দেশের ও জনগণের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন