প্লাটিলেট নিয়ে একটু বলি
ফ্রিজে রক্ত সংরক্ষণ করার পর সেই রক্ত থেকে প্লাটিলেট তৈরি করা যায় না। কারণ +২ক্ক-+৬ক্ক সেন্টিগ্রেড তাপমাত্রায় প্লাটিলেট কার্যকর থাকে না । প্লাটিলেট সংরক্ষণের তাপমাত্রা +২০-+২৪ক্ক সেন্টিগ্রেড এবং এজিটেটরে সবসময় মৃদু ঝাঁকুনিতে পাঁচদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।
ফ্রেশ প্লাটিলেট আছে কি?
ফ্রেশ প্লাটিলেট বিষয়টি লেখা হচ্ছে অহরহ। ৪ থেকে ৬ জনের রক্ত নিয়ে যে রেন্ডম ডোনার প্লাটিলেট তৈরি করা হয় সেটা পরিসঞ্চালন করলে ১০ হাজার থেকে ২০ হাজার প্লাটিলেট বাড়ে, সঠিক পদ্ধতিতে তৈরি এবং পরিসঞ্চালন করা হয়। সিঙ্গেল ডোনার মানে অ্যাফেরেসিস পদ্ধতিতে একজনের থেকে প্লাটিলেট সংগ্রহ করলে ৩০ হাজার থেকে ৬০ হাজার প্লাটিলেট বাড়ে। একদিন পর দেখলে সঠিক বৃদ্ধি বোঝা যায় না। কারণ যে কারণে প্লাটিলেট কমছে সেই কারণেই পরিসঞ্চালিত প্লাটিলেটও কমবে। যে চারজন ডোনারের রক্ত থেকে প্লাটিলেট তৈরি করা হলো তাদের লোহিত কণিকা কিন্তু ফ্রিজে সংরক্ষণের জন্য রাখা আছে। পুরনো রক্ত বলে ডাক্তাররা সেটা ব্যবহার করেন না।