বিএনপির আবেদনের দাবি নাকচ সরকারের

সমকাল প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৯

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে আবারও আলোচনা সামনে এসেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশে পাঠাতে হলে আবেদন করতে হবে। এখন পর্যন্ত কেউ আবেদন করেনি। তবে বিএনপির দাবি, গত ৪ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে।


গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ৭৮ বছর বয়সী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন। সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার, হৃদযন্ত্র ও কিডনির জটিলতায় ভুগছেন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে উন্নত মাল্টি ডিসিপ্ল্যানারি সেন্টারে নেওয়ার সুপারিশ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও