খালেদা জিয়াকে কেবিনে নেওয়া হয়েছে
প্রায় দেড় মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) কয়েক ঘণ্টা চিকিৎসা দেওয়ার পর আবার কেবিনে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, বেলা দুইটার দিকে খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।
এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছিল। তাঁর শারীরিক কিছু জটিলতা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। বেলা দুইটায় আবার তাঁকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। এখন চিকিৎসকেরা কেবিনে রেখেই খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন।
এর আগে গত রোববার খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়েছিল। পরদিন সোমবার তাঁকে আবার কেবিনে স্থানান্তর করা হয়েছিল।
চিকিৎসক জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হচ্ছে না। সে কারণে অল্প সময়ের ব্যবধানে তাঁকে দুই দফায় সিসিইউতে নিতে হয়।