অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ে নিজেকে আত্মগোপনের রেখে মুক্তিপণ দাবি করার অভিযোগে প্রতারক স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী ফারহানা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) প্রতারণায় সহায়তা করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রতারক স্বামী পলাতক রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার ভাকুড়া গ্রামের ফয়সাল আহম্মেদ বিপ্লবের স্ত্রী ফারহানা ইয়াসমিন বর্তমানে বেসরকারি সংস্থা ইএসডিও’র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ঠাকুরগাঁও সদরের মুন্সিরহাট শাখায় কর্মরত। তিনি সেখানের একটি ভাড়া বাসায় থাকতেন। ১১ বছর আগে ফয়সালের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ১০ বছর বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে। বিপ্লব দুই বছর ধরে ঢাকার মোহাম্মদপুর আদাবরে একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন।