কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুগল ম্যাপসে নির্দিষ্ট ঠিকানায় পছন্দের ইমোজি যোগ করবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪

গুগল ম্যাপসে পথের দিকনির্দেশনা দেখার পাশাপাশি বাসা বা প্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় স্থানের ঠিকানা আগে থেকেই নির্বাচন করে রাখা যায়। এর ফলে বারবার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য অবস্থানের তথ্য খোঁজার প্রয়োজন হয় না। গুগল ম্যাপসে সংরক্ষণ করা ঠিকানাগুলোতে চাইলেই নিজের পছন্দমতো ইমোজি যুক্ত করা যায়। এর ফলে বাসা বা অফিসের অবস্থানের তথ্য সহজেই বিভিন্ন ইমোজির মাধ্যমে আলাদাভাবে উপস্থাপন করা সম্ভব। গুগল ম্যাপসে সংরক্ষণ করা স্থানে পছন্দের ইমোজি যুক্ত করার পদ্ধতি দেখে নেওয়া যাক—


আইকন যুক্ত করার জন্য প্রথমে গুগল ম্যাপস অ্যাপে প্রবেশ করে ডান দিকের ওপরে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর প্রদর্শিত অপশন থেকে সেভড বাটন নির্বাচন করলে পরের পৃষ্ঠায় সংরক্ষিত বিভিন্ন স্থানের তথ্য দেখা যাবে। এবার যে স্থানে ইমোজি যুক্ত করতে হবে, সেই স্থানের পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে চেঞ্জ আইকন নির্বাচন করলেই বিভিন্ন ইমোজি দেখা যাবে। পছন্দের ইমোজি নির্বাচন করে নিচে থাকা সেভড বাটনে প্রেস করলে নির্বাচিত স্থানে ইমোজিটি দেখা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও