গুরুত্বপূর্ণ কিছু ফিচার আসছে মাইক্রোসফট পেইন্টে
মাইক্রোসফট তার পেইন্ট টুলকে ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর করেছে। এটি করতে ফটোশপের লেয়ার নামের একটি ফিচার চালু করেছে। সম্প্রতি এটি উইন্ডোজ ইনসাইডারের ১১.২৩০৮.১৮.০ সংস্করণে কিছু ব্যবহারকারীর কাছে পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে। মাইক্রোসফট পেইন্ট লেয়ার এবং ট্রান্সপারেন্সি উভয়ের জন্যই সাপোর্ট চালু করেছে বলে জানায় সংবাদ মাধ্যম ভার্জ।
ফিচারগুলো ফটোশপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখন এই ফিচারটি উইন্ডোজের এমন একটি অ্যাপে আসছে যা বিনামূল্যে পাওয়া যায়।
ভার্জ জানায়, পেইন্টের নতুন এই সংস্করণে ব্যবহারকারী এটি ব্যবহার করে যেমন নতুন লেয়ার যোগ করে, তাদের যেকোনোভাবে সরিয়ে, আবারও সাজিয়ে, মার্জ করে এবং ডুপলিকেট করে ডিজাইনে প্রয়োগ করতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো ইমেজের ট্রান্সপারেন্সি। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনও ফাইলকে ওপেন ও সেভ করা যাবে পিএনজি ফরম্যাটে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- এডিটিং টুল
- পেইন্ট
- মাইক্রোসফট