নারীদের হরমোনজনিত রোগ পিসিওএস প্রতিরোধে যা করতে হবে
পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) প্রজননক্ষম নারীদের হরমোনজনিত একটি রোগ। আক্রান্ত নারীর মধ্যে উচ্চ মাত্রার আন্ড্রোজেন বা পুরুষ হরমোনের উপস্থিতি দেখা যায়। মেয়েদের দেহে অ্যান্ড্রোজেন হরমোন স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে ডিম্বাশয়ের আশপাশে ছোট ছোট সিস্ট তৈরি হয়।
ফলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বিকশিত হয়ে বের হওয়ার পথে বাধার মুখে পড়ে। এভাবে একসময় ডিম্বাণু স্ফুরণ বা ওভুলেশন বন্ধ হয়ে যায়। এতে নিয়মিত ঋতুচক্র ব্যাহত হয়। বন্ধ্যত্ব দেখা দেয়।
পিসিওএস জিনগত ত্রুটি ও পরিবেশগত ত্রুটির সমন্বিত ফল। জিনগত ত্রুটি আছে এমন কিশোরীর দৈহিক ওজন বৃদ্ধি, কম শারীরিক শ্রম ও ঝুঁকিপূর্ণ খাদ্যগ্রহণ এ রোগের আশঙ্কা বাড়িয়ে দেয়। ডিম্বাশয় অতিরিক্ত টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে উদ্দীপ্ত হয়, যার পেছনে পিটুইটারি গ্রন্থির অতিরিক্ত এলএইচ নিঃসরণ ও দেহে ইনসুলিন রেজিস্ট্যান্সের উপস্থিতি অন্যতম কারণ।