একালের একলব্য

www.ajkerpatrika.com সাজিদ মোহন প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯

কৌরব ও পাণ্ডব রাজকুমারেরা মাঝে মাঝেই শিকার করতে যায়, সেটাও তাদের শিক্ষার অঙ্গ। দল বেঁধে সবাই যায়, সঙ্গে অনেক কুকুরও থাকে। কুকুরগুলোই বুনো জন্তুদের খুঁজে বের করে। কিছুক্ষণ সবাই মিলে দাপাদাপি করার পর একসময় ওদেরই একটা কুকুর অর্জুন আর কয়েকজনের সামনে এসে মাটিতে গড়াগড়ি দিতে লাগল।


কুকুটির মুখের মধ্যে সাতখানা ছোট ছোট তির বাঁধা। তাতে সে মরছে না বটে, কিন্তু কোনো আওয়াজও বের করতে পারছে না। সবাই হতবাক। এ রকম আশ্চর্য ব্যাপার কেউ কখনো দেখেনি। এ যেন তির চালিয়ে কুকুরের মুখ সেলাই করে দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও