![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/09/19/a292ea529297c34958a488136d6e20cd-6508fe65133ba.jpg)
দূষিত পানি থেকে তৈরি হবে বিদ্যুৎ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮
বিজ্ঞানীরা স্বপ্ন দেখাচ্ছেন যে বিশেষ ধরনের ব্যাকটেরিয়াসমৃদ্ধ দূষিত পানি থেকেও তৈরি হবে বিদ্যুৎ! আমাদের নদীগুলোর দূষিত পানিতে যদি সেই ব্যাকটেরিয়া পাওয়া যায়, তাহলে সে পানিও যে বিদ্যুৎ তৈরির কাজে ব্যবহৃত হবে, সে কথা বলাই বাহুল্য। দূষিত পানি থেকে বিদ্যুৎ তৈরির কাজটি একটি বিশেষ স্তর পর্যন্ত ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে।
সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি লাউসেন (ইপিএফএল)-এর বিজ্ঞানীদের একটি দল ব্যাকটেরিয়ার সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের এক অনন্য উপায় আবিষ্কার করেছেন। এ জন্য তাঁরা প্রচুর পরিমাণে এসচেরিচিয়া কোলি নামের ব্যাকটেরিয়ায় দূষিত পানি ব্যবহার করেছেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বিদ্যুৎ উৎপাদন
- দূষিত পানি