মাইন, পরিখা আর ‘ড্রাগনের দাঁতে’ থমকে যাচ্ছে ইউক্রেন বাহিনী

প্রথম আলো ইউক্রেন প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৫

ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো মুক্ত করতে গত জুন থেকে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী। প্রায় হাজার কিলোমিটারের সম্মুখসারিতে তিন দিক দিয়ে আক্রমণ চলছে রুশ সেনাদের ওপর। এই পাল্টা হামলায় ইউক্রেনের দক্ষিণে বড় অগ্রগতির দাবি করেছেন দেশটির ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা।


ইউক্রেনের দক্ষিণে জাপোরিঝঝিয়া শহরের দক্ষিণ-পূর্বের এলাকাগুলো রুশ নিয়ন্ত্রণমুক্ত করাটা কৌশলগতভাবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই এলাকাগুলো থেকে আরও দক্ষিণ-পূর্বে আজভ সাগর পর্যন্ত দখলে নিতে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। হামলায় সফলতা পেলে ক্রিমিয়া ও রাশিয়ার রোস্তভ-অন-দন শহরের মধ্যকার রুশ সরবরাহ পথগুলো বিচ্ছিন্ন করা যাবে।


গুরুত্বপূর্ণ এই পথগুলো বন্ধ হয়ে গেলে ক্রিমিয়ায় বিশাল সেনাবহর রক্ষণাবেক্ষণ রাশিয়ার জন্য অসম্ভব হয়ে পড়বে। তবে এ লক্ষ্যে হামলা চালিয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য তেমন অগ্রগতি পায়নি ইউক্রেন। জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার হাত থেকে শুধু রোবোতিন ও ভেরবোভ গ্রামের আশপাশের কিছু এলাকা মুক্ত করতে পেরেছে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও