ভারতের পার্লামেন্টে হাতাহাতি: রাহুলের বিরুদ্ধে বিজেপি’র এফআইআর

বিডি নিউজ ২৪ ভারত প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ২১:৫৪

ভারতীয় সংবিধান প্রণেতা বি আর আম্বেডকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যকে ঘিরে পার্লামেন্ট ভবন চত্বরে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)-সঙ্গে বিরোধীদল কংগ্রেস সদস্যদের ধস্তাধস্তি হয়।


এর জেরেই এফআইআর হয়েছে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, তাদের দুই সাংসদকে আঘাত করেছেন তিনি। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে প্রথমে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজ অভিযোগ দায়ের করেন রাহুলের বিরুদ্ধে।


এরপর বিজেপি’র অভিযোগের ভিত্তিতে রাহুলের বিরুদ্ধে দিল্লি পুলিশের এফআইআর দায়ের হয় বলে জানিয়েছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকা। একাধিক ধারায় রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।


এর মধ্যে আছে- ন্যায় সংহিতার ১০৯ ধারা ( খুনের চেষ্টার অভিযোগ), ১১৫ ধারা (ইচ্ছাকৃতভাবে গুরুতর জখম করার অভিযোগ)-সহ ১১৭,১২৫, ১৩১, ৩৫১ ধারা। এতে হাতাহাতি কাণ্ডে রাহুলের বিপত্তি আরও বাড়ল।


বৃহস্পতিবার সকালে নতুন পার্লামেন্ট ভবনের মকর দ্বারে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন কংগ্রেস এবং বিজেপি এমপি’রা। তাতে উড়িষ্যার বালাসোরের এমপি প্রতাপ ষড়ঙ্গীর মাথা ফেটেছে। জখম হন উত্তরপ্রদেশের ফারুখাবাদের এমপি মুকেশ রাজপূতও।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও