কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মূল্যস্ফীতির প্রভাব অনুভব করছেন না মার্কিনিরা: জরিপের ফল

প্রথম আলো প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৪

গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার গত আগস্ট মাসে বেড়েছে। তবে ভোক্তাদের মনোভাবের ওপর মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, দেশটির ক্রেতাদের মধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব এখনো পড়েনি।


গতকাল শুক্রবার প্রকাশিত জরিপের প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ক্রেতারা আশা করছেন যে চলতি সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ৩ দশমিক ১-এ নেমে আসবে, আগস্টে যা ছিল ৩ দশমিক ৭ শতাংশ। ফলে যে মূল্যস্ফীতির হার মহামারির আগে ২ দশমিক ৯ শতাংশ থেকে ৩ দশমিক ১-এর মধ্যে ছিল, আবারও তা আগের সেই মাত্রার কাছাকাছি চলে যাবে। খবর সিএনএনের


এ ছাড়া আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে মূল্যস্ফীতির হার ২ দশমিক ৭-এ নেমে আসবে বলে আশা করছেন দেশটির ভোক্তারা। অর্থাৎ এখন আর তাঁরা উচ্চ মূল্যস্ফীতির কথা ভাবছেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও