‘এনআইডি পাবে কিন্তু ভোট দিতে পারবেন না নাগরিকরা’
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৩
চলতি বছরের জানুয়ারিতে যেসব নাগরিকের বয়স ১৮ বছর হয়েছে কিন্তু আজকের মধ্যে ভোটার হওয়ার আবেদন করেননি তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। তবে আজকের পরে ভোটার হওয়ার জন্য আবেদন করলে শুধুমাত্র এনআইডি কার্ড পাবেন নাগরিকরা।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত নতুন ভোটার ও ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। ফলে আজকের মধ্যে যারা ভোটার এলাকা পরিবর্তন ও নতুন ভোটারের জন্য আবেদন করেছেন তারা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।