You have reached your daily news limit

Please log in to continue


ভ্রমণে ধুলাবালি থেকে রক্ষা পেতে

ভাদ্রের শেষে কখনো মেঘলা, কখনো বৃষ্টি আবার কখনো রোদ। হোক বৃষ্টি, হোক রোদ কিংবা মেঘলা আকাশ—এই বাতাসে ধুলাবালি থাকবেই। শরতের বাতাসে ভেসে বেড়াচ্ছে ধূলিকণা। এই সময়ে ভ্রমণে গিয়ে যদি ধুলার কারণে কেউ অসুস্থ হয়ে পড়েন, তাহলে ঘুরতে যাওয়াটাই বৃথা। তাই এ সময় ভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা উচিত। যাঁদের ডাস্ট অ্যালার্জি আছে, তাঁরা বিশেষ করে ধুলাবালি থেকে নিজেকে রক্ষার ব্যবস্থা নিন।

করোনার সময় মাস্ক পরে বেশির ভাগ মানুষই এখন তাতে অভ্যস্ত। তাই এই আবহাওয়ায় আবারও মাস্ক ব্যবহার করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। সেই অভ্যাস কাজে লাগিয়ে ভ্রমণকালে মাস্ক ব্যবহার করুন। ভ্রমণের জন্য অনেকেই কাপড় আলাদা করে আলমারিতে তুলে রাখেন। ভ্রমণে যাওয়ার আগে সেই কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে পরুন। বেড়াতে গিয়ে যে হোটেল বা রিসোর্টের রুমে উঠবেন, সেটা নিজেই একটু পরিষ্কার করে নেওয়া ভালো।

শরৎকালে কাশবনে ঘুরতে যাওয়া ভ্রমণের একটি অংশে পরিণত হয়েছে। কাশবনে বালুর পাশাপাশি ফুলের রেণু উড়ে বেড়ায়। এটা অনেক সময় অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায়। তাই কাশবনে অবশ্যই মাস্ক পরে ঘুরতে যাওয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন