রাশিয়ায় পুতিন-উন বৈঠক, কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে অন্যান্য বিষয়ের পাশাপাশি পিয়ংইয়ংয়ের স্যাটেলাইট কর্মসূচি নিয়ে তাঁর আলোচনা হবে। আজ বুধবার রাশিয়ার একটি উৎক্ষেপণকেন্দ্রে কিম উনের সঙ্গে বৈঠকের আগে পুতিন সাংবাদিকদের এ কথা বলেন।
সাংবাদিকদের পক্ষ থেকে পুতিনের কাছে জানতে চাওয়া হয়, মস্কোর অস্ত্র–গোলাবারুদের মজুত বাড়াতে উত্তর কোরিয়ার কাছ থেকে সরবরাহ পাওয়ার ব্যাপারে তাঁরা কথা বলবেন কি না।
জবাবে পুতিন বলেন, তাঁরা সব বিষয়ে আলোচনা করবেন। তবে ওয়াশিংটন এবং মিত্রদের ধারণা, এ দুই নেতা প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিকে আলোচনায় প্রাধান্য দেবেন।
গতকাল মঙ্গলবার ব্যক্তিগত ট্রেনে করে রাশিয়ায় পৌঁছান কিম জং–উন। আজ ভস্তোচনি কসমোড্রোম উৎক্ষেপণকেন্দ্রে কিম জং–উনকে স্বাগত জানান পুতিন। এ সময় তিনি উনের সঙ্গে প্রায় ৪০ সেকেন্ড ধরে করমর্দন করেন এবং বলেন, ‘আমি আপনাকে দেখে আনন্দিত।’