কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাচারের অর্থ ফেরাতে ‘পরামর্শক প্রতিষ্ঠান’ নিয়োগের উদ্যোগ

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫

বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে এবার বিদেশি আইনি সংস্থা বা পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের চিন্তা করছে সরকার। এই উদ্যোগের আইনগত দিক খতিয়ে দেখতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন শুল্ক গোয়েন্দা, কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে অর্থ পাচারকারীদের তথ্য সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।


বিদেশে পাচার করা টাকা ফেরত আনার বিষয়ে গঠিত টাস্কফোর্সের এক সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। টাস্কফোর্সের সভাপতি অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনের সই করা ওই কার্যবিবরণী গত ৩১ আগস্ট সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।


পাচার করা টাকা ফেরত আনার এই উদ্যোগকে ভালো পদক্ষেপ হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই গভর্নর। তবে এ ধরনের কাজে সরকারের সদিচ্ছাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও