
ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে সুদ সবচেয়ে বেশি, কিনবেন কীভাবে
বিদেশে কাজ করা বাংলাদেশিদের জন্য দেশে বিনিয়োগের সুযোগ সীমিত। প্রবাসীদের জন্য বিশেষায়িত বিনিয়োগের মাধ্যম হলো প্রবাসী কল্যাণ বন্ড। প্রবাসীদের জন্য মোট তিনটি বন্ড আছে। এর মধ্যে সবচেয়ে বেশি সুদ ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে।
এই বন্ড অনেকটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো, এই বন্ডে প্রবাসীরা সরকারের কাছে এককালীন টাকা বিনিয়োগ করেন আর নির্দিষ্ট সময় পর মুনাফাসহ সেই অর্থ ফেরত পান। কিন্তু পার্থক্য হলো, এখানে মুনাফার হার তুলনামূলক বেশি, আয় সম্পূর্ণ করমুক্ত, সেই সঙ্গে আছে মৃত্যুঝুঁকির বিমা।
মেয়াদান্তে ১২ শতাংশ মুনাফা পাওয়া যায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে। এটি পাঁচ বছর মেয়াদি। তবে ছয় মাস অন্তর মুনাফা তোলার সুযোগ রয়েছে। ইউএস ডলার প্রিমিয়াম বন্ড তিন বছর মেয়াদি, মেয়াদান্তে যার মুনাফার হার ৭ দশমিক ৫০ শতাংশ। ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড তিন বছর মেয়াদি। মেয়াদান্তে এটির মুনাফার হার ৬ দশমিক ৫০ শতাংশ। মেয়াদের আগে ভাঙালে মুনাফা আরও কম। তিন বন্ডেই বিনিয়োগের বিপরীতে পাওয়া মুনাফা করমুক্ত।
ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড বিভিন্ন দামে কেনা কেনা যায়। ২৫ হাজার, ৫০ হাজার, ১ লাখ, ২ লাখ, ৫ লাখ, ১০ লাখ ও ৫০ লাখ টাকা পর্যন্ত এই বন্ড কেনা যায়।