অব্যাহত থাকতে পারে বৃষ্টি, বুধবারের মধ্যে বঙ্গোপসাগরে ফের লঘুচাপ

জাগো নিউজ ২৪ আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৩

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবারও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বুধবারের মধ্যে বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।


এর আগে গত ৫ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। কিন্তু একদিনের মধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও অন্ধ্র-উড়িষ্যা উপকূলের কাছে সেটি নিঃশেষ হয়ে যায়।


গত দুদিন ধরে বৃষ্টির প্রবণতা বেড়েছে। তবে দেশের সব অঞ্চলের মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি, বৃষ্টি কম রংপুর বিভাগে।


সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর ছাড়া সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। এসময়ে সবচেয়ে বেশি ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে। ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও