পুলিশের ‘পৈশাচিক কর্মকাণ্ডের’ নিন্দায় ঢাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগ
কেন্দ্রীয় দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে বেদম পেটানোর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ। তারা বলেছে, ‘গতকাল শনিবার রাতে পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদের নেতৃত্বে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন ও শরিফ আহমেদকে শাহবাগ থানায় তুলে নিয়ে অমানবিক ও নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে। আমরা পুলিশের এই পৈশাচিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গতকালের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। গতকাল রাতে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে ছাত্রলীগের ওই দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে বেদম পেটান এডিসি হারুন। এর মধ্যে আনোয়ার ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখারও সভাপতি আর ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক শরিফ। তাঁদের পেটানোর ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।