পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবে সামিট
প্রথম আলো
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৬
বাংলাদেশের সামিট গ্রুপ দক্ষিণ এশিয়ায় সৌর, বায়ু ও জলবিদ্যুৎ প্রকল্পে ৩০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। পরিবেশবান্ধব শক্তির ওপরে জোর দেওয়া ও কোম্পানিটির জীবাশ্ম জ্বালানিভিত্তিক ব্যবসা বহুমুখীকরণের অংশ হিসেবে এই বিনিয়োগ করা হবে বলে সামিটের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, এই বিনিয়োগ পরিকল্পনার আওতায় ১ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎকেন্দ্র গড়ে তুলবে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল।
বাংলাদেশে সামিট গ্রুপের যত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র রয়েছে, সেগুলোর হোল্ডিং কোম্পানি হলো সিঙ্গাপুরভিত্তিক এই প্রতিষ্ঠান। এতে জাপানি প্রতিষ্ঠান জেরার ২২ শতাংশ মালিকানা রয়েছে।