ভালোবাসা নিয়ে কাজটি করছি: তারিক আনাম খান
মেরিল-প্রথম আলো পুরস্কারের সঙ্গে শুরু থেকে যুক্ত আছেন অভিনেতা, নির্দেশক তারিক আনাম খান। এবারের আসরেও থাকছেন তিনি। জানা গেছে, এবার বাড়তি দায়িত্ব নিয়ে থাকছেন এই আয়োজনের সঙ্গে। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠেয় আয়োজনে কী থাকছে, তা নিয়েই তাঁর সঙ্গে কথা বলেছে ‘বিনোদন’
এবারের পুরস্কার অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনে কী থাকছে?
ভালোবাসা নিয়ে কাজটি করছি। এতে দেশের গান থাকবে, এই সময়ের ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় চরিত্রগুলো নিয়েও একটা পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও কিছু একটা থাকছে। তবে সবটা এখনই বলতে চাই না। মঞ্চে উপভোগ করবেন উপস্থিত দর্শকেরা।
কবে কাজ শুরু করেছেন?
অনেক আগেই অডিশন ও শিল্পী নির্বাচনপ্রক্রিয়া শুরু হয়েছে। সব গুছিয়ে ২ সেপ্টেম্বর আমরা মহড়া শুরু করেছি। ঢাকার বিভিন্ন জায়গায় নাচ–গানের মহড়া চলছে। পাশাপাশি নাচের পোশাক নিয়েও আমরা আলোচনা করছি। অনুষ্ঠানে বৈচিত্র্য আনার চেষ্টা করছি।