![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F957b9e33-2b3b-4518-aae3-a3a699f72a5e%252Fprothomalo_import_media_2017_11_14_58a07e530dee67c97ceda5d588f4c3de_5a0a7f88d380b.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
লাইসেন্স ছাড়া কসমেটিকস উৎপাদন ও বিতরণ নয়, সংসদে বিল পাস
প্রথম আলো
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৮
লাইসেন্স ছাড়া কসমেটিকস উৎপাদন, বিতরণ, আমদানি বা রপ্তানি করা যাবে না। এ জন্য ঔষধ প্রশাসন থেকে লাইসেন্স নেওয়ার বিধান রেখে ‘ঔষধ ও কসমেটিকস বিল ২০২৩’ জাতীয় সংসদে পাস হয়েছে। বিলে লাইসেন্স ছাড়া কসমেটিকস এবং ওষুধ উৎপাদন, আমদানি, রপ্তানি ও বিতরণের অপরাধে বিভিন্ন সাজার বিধান রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই–বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনীর প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিলে বলা হয়েছে, লাইসেন্স ছাড়া বা লাইসেন্সে আরোপিত শর্তের বাইরে গিয়ে ওষুধ উপাদন করলে সর্বোচ্চ ১০ বছরের সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।