কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুলি ক‌রে হত্যা: বিএসএফের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের থানায় মামলা

বাংলা ট্রিবিউন রৌমারী প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৭

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (‌বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় বাহিনী‌টির অজ্ঞাত সদস্যদের আসামি ক‌রে রৌমারী থানায় মামলা করা হ‌য়ে‌ছে। সোমবার (৪ সেপ্টেম্বর) নিহত যুবক মানিক মিয়ার (৩০) বাবা বাদী হ‌য়ে মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন থানার ওসি রূপ কুমার সরকার।


গত শনিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রা‌তে উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক মানিক মিয়া নিহত হন। তিনি বেহুলারচর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।


এলাকাবাসী জানান, মানিক মিয়া তার কয়েকজন সহ‌যোগীসহ সীমান্তে গরু চোরাকারবা‌রের জন্য গিয়েছিলেন। প‌রে বিএসএফ তা‌দের লক্ষ্য ক‌রে কয়েক রাউন্ড গুলি ছো‌ড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হ‌য়ে মারা যান। আইনি জটিলতা এড়া‌তে মানিকের সহ‌যোগী ও পরিবারের সদস্যরা লাশ নি‌য়ে সট‌কে পড়েন। পরদিন দুপুরে পার্শ্ববর্তী বন্দ‌বের ইউনিয়নের বাঞ্চারচর গ্রামে মানিকের এক আত্মীয়ের বাড়ি থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার ক‌রে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও