মশায় মশকরা নয়, প্লিজ

দেশ রূপান্তর মোস্তফা কামাল প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৩

চরম ধকল-ভোগান্তি শেষে মানুষ কলেরায় জিতেছে। মহামারী করোনাকেও কাবু করেছে। করোনা-কলেরা জেতা মানবকুল এখন ডেঙ্গুতে কাহিল। ধরন এবং ব্যাপকতা বিবেচনায় করোনার চেয়ে বিধ্বংসী নয় ডেঙ্গু। কিন্তু গত কদিন ধরে এতে মৃত্যু ও আক্রান্ত রেকর্ড গড়ে চলছে। ডাক্তার-নার্সরাও অসহিষ্ণু হয়ে উঠেছেন। চিকিৎসাসেবা দিচ্ছেন, রোগী ও স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারও করছেন। এমন আজাবের দিনে কয়েকজন ডাক্তার আবার সাংবাদিকদের ওপর হামলেও পড়ছেন। শিশুসন্তানকে ভর্তি করতে গিয়ে চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের হাতে মারধরই নয়, পুলিশের কাছে সোপর্দ, মামলার আসামি হয়ে আদালত থেকে জামিন পর্যন্ত নিতে হয়েছে এক অভিভাবককে। প্রথম ঘটনাটি বরিশালে শেরেবাংলা মেডিকেলে। দ্বিতীয়টি রাজধানী ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে।


ডেঙ্গু চিকিৎসায় যে ডাক্তার-নার্সদের গলদঘর্ম অবস্থা তা বলার অপেক্ষা রাখে না। এটি করোনার সময়ের চেয়ে বেশি কিনা, সেই তুলনা করাও সমীচীন নয়। ডেঙ্গু জ¦রের অব্যাহত প্রকোপে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীতে সয়লাব। পাশাপাশি ডেঙ্গু উপসর্গ নিয়ে আসা ব্যক্তিদের পরীক্ষা-নিরীক্ষার জন্য দীর্ঘ লাইন এক আজাবের প্রতিদিনের চিত্র। মুগদা ও ঢাকা মেডিকেল কলেজসহ কয়েকটি হাসপাতালে উপচে পড়া রোগী। সিট না থাকায় মুগদায় হাসপাতালটির ফ্লোর-বারান্দায়ও রোগীর ছড়াছড়ি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও