কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একটি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখেছি

ডেইলি স্টার সিরাজুল ইসলাম চৌধুরী প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৩

পানির ঢল প্রত্যেক বছরই ওপর থেকে নিচে নেমে আসে; তবে প্রতিবছর বন্যা হয় না, না-হওয়াটা একটা ভালো খবর বটে, কিন্তু বন্যা হয়ই বা কেন? প্রাকৃতিক কারণ অবশ্যই রয়েছে, কিন্তু তার চেয়েও বড় কারণ হলো প্রকৃতির ওপর মানুষের হস্তক্ষেপ।


উজানের পানি ভাটিতে নেমে আসবে, পাহাড়ের পানি সমুদ্রে গিয়ে পড়বে, এটা স্বাভাবিক ও প্রত্যাশিত; কিন্তু সে-পানি যখন নামে না, আটকে যায়, ভাসিয়ে নিয়ে যায় জনপদ, দুর্দশার সৃষ্টি করে মানুষের জন্য তখন বুঝতে কষ্ট হয় না যে প্রকৃতি যা চেয়েছে মানুষ তা হতে দিচ্ছে না।


উজানে বাঁধ দেওয়া হয়েছে, ভাটিতেও বাঁধ আছে, ভরাট করা হয়েছে জলাশয়, উধাও হয়ে গেছে জলাভূমি, শুকিয়ে গেছে নদী, নিশ্চিহ্ন হয়ে গেছে গাছপালা ও বনভূমি, এসবের কোনোটাই প্রকৃতির কাজ নয়, মানুষের কাজ। মানুষের অন্যায় হস্তক্ষেপেই পানির স্বাভাবিক ঢল পরিণত হচ্ছে অস্বাভাবিক বন্যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও