সাদা পোশাকের যত্নে ১০ টিপস

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০২

সাদা রঙ শান্তির প্রতীক। শুভ্রতা আমাদের দিয়ে যায় একরাশ প্রশান্তিও। তবে সাদা পোশাক সামলে রাখাটা বেশ বিড়ম্বনার কাজ। তাড়াতাড়ি ময়লা হয়ে যাওয়া বা হুটহাট দাগ লেগে যাওয়ার মতো সমস্যা একটু বেশিই পোহাতে হয় সাদা পোশাকের ক্ষেত্রে। আবার ঘনঘন পরিষ্কার করলে জৌলুস কমে যায় পোশাকের। সাদা পোশাক নিয়মিত ব্যবহারের পরেও ধবধবে সাদা রাখতে চাইলে একটু বাড়তি মনোযোগ দিতেই হবে আপনাকে। জেনে নিন টিপস।


সাদা পোশাক অন্য রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে ধোবেন না একেবারেই। অন্য রঙের পোশাক থেকে রঙ উঠে সাদা কাপড়ে একবার লেগে গেলে সেই রঙের দাগ ওঠানো কিন্তু সহজ হবে না। তাছাড়া অন্য রঙয়ের পোশাকের সঙ্গে সাদা কাপড় ভিজিয়ে রাখলে অথবা ধুলে সাদা কাপড়ের উজ্জ্বলতাও কমে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও