কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অপ্রত্যাশিতভাবে সংকুচিত হচ্ছে কানাডার অর্থনীতি

ডেইলি স্টার কানাডা প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫০

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছে কানাডার অর্থনীতি। এই সময়ে উত্তর আমেরিকার শিল্পোন্নত এই দেশটির প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ।


গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে বলেছে, গত জুলাইয়ে কানাডার প্রবৃদ্ধি ছিল প্রায় শূন্যের কোঠায়।


এতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা কাটাতে কানাডার কেন্দ্রীয় ব্যাংককে এগিয়ে আসতে হতে পারে।


ব্যাংক অব কানাডার পূর্বাভাসে বলা হয়েছিল যে, বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি হতে পারে ১ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, বিশ্লেষকরা মনে করেছিলেন তা হতে পারে ১ দশমিক ২ শতাংশ।


গত মে মাসের তুলনায় জুনে জিডিপি কমেছে শূন্য দশমিক ২ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও