You have reached your daily news limit

Please log in to continue


আফ্রিদি-নাসিমের মতো বোলার না থাকায় হতাশ রোহিত

যুগ যুগ ধরে ভারত পাকিস্তান ম্যাচের লড়াইয়ের মঞ্চটা যেন একই রকমের। ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের পরীক্ষা নিবে পাকিস্তানের দুর্দান্ত বোলিং লাইন। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতারের সঙ্গে লড়াই চলতো ভারতের শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলির। আগের সেই দিন পেরিয়ে নতুন এক প্রজন্ম এখন দুই দলের খেলোয়াড়ের তালিকায়। তবে চিত্রটা যেন একই আছে। 

বিশ্বের অন্যতম সেরা এক বোলিং লাইনআপ পাকিস্তানের। পেস বোলিংয়ে আছে শাহিনশাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ। আর স্পিনে শাদাব খানের জাদুকরী স্পেলও ভরসা তাদের। এশিয়া কাপে শনিবারের ম্যাচে পাকিস্তান যে ভারতের ব্যাটিং লাইনআপের পরীক্ষা নেবে, তা সহজেই অনুমেয়। আর ম্যাচ শুরুর আগে তাই নিজ দলে এমন দুর্দান্ত বোলার না থাকার আক্ষেপ ঝরলো ভারত অধিনায়ক রোহিত শর্মার কণ্ঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন