কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পরবর্তী প্রধান বিচারপতির আলোচনায় ওবায়দুল হাসান

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৩

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৬৭ বছর বয়স পূর্ণ করে আগামী ২৫ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। আগামীকাল রবিবার থেকে ৫ অক্টোবর পর্যন্ত সুপ্রিমকোর্টে অবকাশকালীন ছুটি থাকবে বলে তার শেষ বিচারিক কার্যদিবস ছিল গত বৃহস্পতিবার। এদিন আপিল বিভাগে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন দেশের ২৩তম প্রধান বিচারপতি। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বিচার বিভাগের সর্বোচ্চ এ পদ শূন্য হচ্ছে। ওই দিনই দেশের ২৪তম প্রধান বিচারপতির শপথ নেওয়ার কথা। কিন্তু কে হচ্ছেন ২৪তম প্রধান বিচারপতি তা নিয়ে এরই মধ্যে আইন অঙ্গনসহ বিভিন্ন মহলে জোর আলোচনা শুরু হয়েছে। আর এই আলোচনায় দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে এগিয়ে রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান।


একাধিক সূত্র বলেছে, দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসানকে নিয়োগের বিষয়ে এরই মধ্যে সরকারের শীর্ষপর্যায় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তার নিয়োগের বিষয়টি কোনো সূত্র নিশ্চিত করছে না। সূত্রগুলো বলছে, প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপনটি আগামী ৪ সেপ্টেম্বরের আগে অথবা ১৬ সেপ্টেম্বরের পরে হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও