রাখি উৎসব : বোন বা ভাইকে যে উপহার দিতে পারেন
এ বছর ৩০ ও ৩১ আগস্ট দুই দিন পালন করা হচ্ছে রাখি উৎসব। এটি ভাই-বোনের সম্পর্কের এক বিশেষ উৎসব। এই উৎসবে ভাইয়ের মঙ্গল কামনায় তার হাতে রাখি বাঁধেন বোনেরা। তেমনি বোনকে সারা জীবন সব জটিল পরিস্থিতি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন ভাইয়েরা। সঙ্গে হয় মিষ্টি মুখ ও উপহার বিনিময়।
উপহার দেওয়ার ক্ষেত্রে যেসব জিনিস বেছে নিতে পারেন
# ইউনিক কিছু দিতে চাইলে প্ল্যান্ট বা গাছ উপহার দিন। ঘর সাজাতে অনেকেই গাছ ব্যবহার করে থাকেন। ছোট মাপের ও সুন্দর গাছ উপহার দিন আপনার ভাইকে। অথবা বোনকেও দিতে পারেন এই জিনিস।
# পোশাক উপহার দিতে পারেন। মেয়েদের জন্য কুর্তি অথবা ওয়ান পিস আর ছেলেদের জন্য টিশার্ট ভালো অপশন। তবে দিনটি স্পেশ্যাল করে তুলতে চাইলে অথবা ইউনিক কিছু দিতে চাইলে নিজেদের ছবি প্রিন্ট করে টিশার্ট গিফট করুন।
# কফি মগ দিতে পারেন। আপনার ও আপনার প্রিয় ভাইয়ের ছবি প্রিন্ট করিয়ে উপহার দিন। এটা রাখি উৎসবের সেরা উপহার হতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- উপহার
- রাখি বন্ধন