You have reached your daily news limit

Please log in to continue


বহির্বিশ্বে ভারতের প্রতি মানুষের ইতিবাচক ধারণা কমছে

অধিকাংশ ভারতীয় নাগরিকের বিশ্বাস ও ধারণার সঙ্গে বিশ্বের বড় ও ধনী দেশগুলোর গড় মানুষের মনোভাবে অমিল কতখানি—তা উঠে এসেছে এক সমীক্ষায়। যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপ সেই অমিল স্পষ্ট মেলে ধরেছে। যেমন ৬৮ শতাংশ প্রাপ্তবয়স্ক ভারতীয় বহির্বিশ্বে ভারতের প্রভাব বেড়ে চলেছে বিশ্বাস বলে করেন। তবে পৃথিবীর অন্য ১৯টি দেশের প্রাপ্তবয়স্ক মানুষ তা মনে করেন না। তাঁদের মধ্যে মাত্র ২৮ শতাংশ অধিকাংশ ভারতীয় নাগরিকের এই বিশ্বাসের সঙ্গে একমত।

একইভাবে ভারতের ৭৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিকমতো কাজ করছেন। তাঁর প্রতি তাঁরা আস্থাশীল। কিন্তু ১২টি দেশের মাত্র ৩৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের গড় ধারণা তেমন। এসব দেশের ৪০ শতাংশ মানুষ মোদি সম্পর্কে আস্থাহীনতা প্রকাশ করেছেন। লোকসভা ভোটের প্রাক্কালে এই সমীক্ষা শাসক দল বিজেপি ও তার নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশ্চিন্তে রাখবে ঠিকই। কিন্তু তাঁকে যাঁরা ‘বিশ্বগুরু’ জাহির করতে উৎসুক, তাঁরা আশাহত হবেন। কারণ, সমীক্ষায় দেখা যাচ্ছে, বহির্বিশ্বের অধিকাংশ দেশে ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাবের লেখচিত্র ক্রমেই কমে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন