পাঁচ বছরের মধ্যে প্রথম চীন সফরে যুক্তরাজ্যের শীর্ষ মন্ত্রী
প্রথম আলো
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩, ১২:৩৫
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি চীন সফর করছেন। চীনের প্রতি যুক্তরাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু ব্রিটিশ সংসদ সদস্যের (এমপি) সমালোচনার মধ্যেই আজ বুধবার বেইজিং সফর করছেন ক্লিভারলি।
২০১৮ সালের পর এই প্রথম যুক্তরাজ্যের কোনো জ্যেষ্ঠ মন্ত্রী চীন সফর করছেন। এ সফর উপলক্ষে ক্লিভারলি বলেছেন, চীনের বৈশ্বিক যে তাৎপর্য, তাতে দেশটিকে উপেক্ষা করা যায় না।
তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রবিষয়ক কমিটির এমপিরা বলেছেন, চীনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের কৌশল অসংগতিপূর্ণ।