You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের রপ্তানি পণ্যে বছরে শুল্ক কমবে ৩১ কোটি পাউন্ড

যুক্তরাজ্য সরকারের নতুন শুল্ক নীতি ডেভেলপমেন্ট কান্ট্রিজ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) আওতায় দেশটিতে বাংলাদেশের রপ্তানির ওপর বছরে শুল্ক কমবে অন্তত ৩১ কোটি ৫০ লাখ পাউন্ড। জেনারেলাইজড স্কিম অব প্রিফারেন্সের (জিএসপি) পরিবর্তে ডিসিটিএস কার্যকর হয়েছে গত জানুয়ারি থেকে।

ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। সরকারের নীতি নির্ধারক, গবেষক, বেসরকারি খাতের নেতৃস্থানীয় কয়েকজন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের রপ্তানি পণ্যের সুবিধা ব্যাখ্যায় হাইকমিশনার বলেন, বাংলাদেশই ডিসিটিএসের সবচেয়ে বড় সুবিধাভোগী দেশ। বছরে বাংলাদেশি পণ্যের শুল্ক বাবদ সাশ্রয় হবে  যুক্তরাজ্যের স্থানীয় মুদ্রায় ৩১ কোটি ৫০ লাখ পাউন্ড, যা রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন