হ্যাটট্রিকের সুযোগ পেয়েও সতীর্থকে পেনাল্টি দিয়ে উদারতার পরিচয় রোনালদোর
সুযোগ ছিল টানা দ্বিতীয় হ্যাটট্রিক করার। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো সেই সুযোগ নিলেন না। পরিচয় দিলেন উদারতার। যদিও পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর উদারতা কাজে লাগাতে পারেননি আবদুল রহমান ঘারিব।
ঘারিব পেনাল্টি থেকে গোল করতে না পারলেও আল নাসরের বড় জয় পেতে কোনো সমস্যা হয়নি। সৌদি প্রো লিগে দ্বিতীয় জয় পেয়েছে তারা ৪–০ গোলে। আল শাবাবকে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো এবং একটি করে করেছেন সাদিও মানে ও সুলতান আল ঘানাম।
সর্বশেষ ম্যাচে আল ফাতেহর বিপক্ষে হ্যাটট্রিক করে পুরো ম্যাচের আলো কেড়ে নিয়েছিলেন রোনালদো। গতকালও ব্যতিক্রম ছিল না। শুরুটা করেন তিনি। ১২ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন। কয়েক মিনিট পরেই হেডে আরেকটি গোল করেন কিন্তু সেটা ফাউলের কারণে বাতিল হয়।
হেডের গোলটি বাতিল হলেও বিরতিতে যাওয়ার ঠিক ৭ মিনিট আগে আরেকটি পেনাল্টি পায় আল নাসর। ৩৮ মিনিটে পাওয়া স্পটকিকে গোল করতে ভুল করেননি রোনালদো। জোড়া গোল করার পরেই এবার সতীর্থকে দিয়ে গোল উৎসবে মাতেন তিনি। ৪০ মিনিটে সাদিও মানেকে দিয়ে গোল করান।