গ্যাবনের নির্বাচন: ৫৬ বছরে ধরে চলছে এক পরিবারের শাসন, জয়ের আশা বিরোধীদের
আফ্রিকার দেশ গ্যাবনে প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার। বিরোধীরা আশা করছেন, এর মধ্য দিয়ে ৫৬ বছর ধরে বর্তমান প্রেসিডেন্ট আলী বঙ্গোর পরিবারের হাতে থাকা শাসনক্ষমতার বদল ঘটবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় আজ শনিবার সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্টসহ মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দেশের প্রধান ছয়টি বিরোধী দল একজোট হয়ে একজন প্রার্থীকেই সমর্থন দিচ্ছেন, যাতে আলী বঙ্গোকে ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা যায়।