You have reached your daily news limit

Please log in to continue


অ্যাপল এম্পায়ারে এক্সেসরিজ ফেস্ট

অ্যাপল এম্পায়ার বিডিতে বিভিন্ন স্বনামধন্য ব্রান্ডের ইলেকট্রনিক গ্যাজেটের উপর চলছে বিশেষ ছাড়। বর্ষপূর্তি উপলক্ষে এ বিশাল ছাড় চলছে। চলবে ২০ আগস্ট থেকে ৩১ আগস্ট রাত ১২ টা পর্যন্ত। এই ফেস্টে অংশ নিতে ঘুরে আসতে হবে অ্যাপল এম্পায়ার বিডি-এর অফিশিয়াল ফেসবুক পেজে। 

আপনার পছন্দের ইয়াবাডস, সাউন্ড বক্স, নেকব্যান্ড, হেডসেট, স্মার্ট ওয়াচ কিংবা গেমিং ডিভাইসের বিশেষ ছাড় মিস না করতে চলে আজই বুক করে রাখুন। শুধু তাই না, অ্যাপল এম্পায়ার বিডি-এর শো-রুম থেকেও সরাসরি এই ফেস্টে অংশগ্রহণ করতে পারবেন। শপে এসে শুধু একটি সেলফি তুলে চেক ইন দিলেই পাওয়া যাবে অসাধারণ মূল্য ছাড়। শুধু তাই না আছে পাওয়ার ব্যাংক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন