You have reached your daily news limit

Please log in to continue


আবার ঢাকায় গাইবেন অঞ্জন দত্ত

ঢাকায় গাইবেন ভারতীয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। আগামী ৩০ সেপ্টেম্বর রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে তাঁকে নিয়ে ‘অঞ্জন দত্ত ইন মেট্রোপলিস’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস।

অঞ্জন দত্তের সঙ্গে একই মঞ্চে গাইবেন ঢাকার তরুণ শিল্পী আহমেদ হাসান। শ্রোতামহলে সানি নামে পরিচিতি এই শিল্পী হাতিরপুল সেশনসের ‘শহরের দুইটা গান’ গেয়ে আলোচিত হয়েছেন।

আর্কলাইট ইভেন্টস সহপ্রতিষ্ঠাতা যায়িদ ইমতিয়াজ আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, দুই বাংলার সংগীতের মেলবন্ধন ঘটাতে দুই প্রজন্মের দুই শিল্পীকে নিয়ে কনসার্ট আয়োজন করছেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন