কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেয়ে হয়ে গান করছি, এটা এলাকার অনেকেই ভালোভাবে দেখেনি

প্রথম আলো প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ১৭:৫২

‘নয়া দামান’ গান দিয়ে রাতারাতি শ্রোতাদের কাছে পরিচিত হয়ে ওঠেন সিলেটের মেয়ে তসিবা বেগম। এখন নিয়মিত গান ও স্টেজ শো করছেন। সম্প্রতি তাঁর ‘কালাচান’, ‘কালা ভ্রমরা’ ও ইত্যাদিতে গাওয়া ‘পালঙ্ক সাজাইলাম গো’ গানগুলো প্রশংসা পেয়েছে। গান ও অন্যান্য ব্যস্ততা নিয়ে গতকাল শুক্রবার তাঁর সঙ্গে কথা বলেছে বিনোদন  


কেমন আছেন?


তসিবা বেগম: ভালো আছি, কিন্তু সব মিলিয়ে অনেক ব্যস্ত সময় যাচ্ছে।  


কী নিয়ে এত ব্যস্ততা?


তসিবা বেগম: গান নিয়ে তো আছেই। হাতে ১৫টির মতো গান রয়েছে। এ ছাড়া এক মাসের জন্য দেশের বাইরে গান করতে যাচ্ছি। সে কারণে আজ সিলেট যাব। পরে সেখান থেকে যুক্তরাজ্য। এক মাস সেখানে থাকব।


এবার কি প্রথম যুক্তরাজ্যে যাচ্ছেন?


তসিবা বেগম: হুম। আমাদের এলাকার প্রতি ঘর থেকে দু-একজন সিলেটে থাকেই। আমার চাচা, ফুফু, মামা, খালা, বোনসহ অনেক আত্মীয় থাকেন। আমার ৮০ ভাগ আত্মীয়স্বজন লন্ডন থাকেন। বলা যায়, শুধু আমার মা-বাবাই দেশে। তবে আমি প্রথমবার যুক্তরাজ্যে যাচ্ছি। পরিবারের সবার সঙ্গে দেখা করব। দেশের মতোই ভালো একটা সময় কাটবে। সেখানে সবাই আমার জন্য অপেক্ষা করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও