দেশে কাগজে–কলমে ৯০৭টি নদী, কোন বিভাগে বেশি
দেশে নদ-নদীর সংখ্যা কত—এ নিয়ে বিতর্ক আছে। জাতীয় নদী রক্ষা কমিশন বলছে, সংখ্যাটি হবে ৯০৭। আর দীর্ঘতম নদী ইছামতী।
দেশের সব নদ-নদীর একটি তালিকা ১০ আগস্ট জাতীয় নদী রক্ষা কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। অবশ্য তারা বলছে, এটি খসড়া তালিকা। দীর্ঘ সময় ও প্রক্রিয়ার মধ্য দিয়ে এই তালিকা করা হয়েছে। এই তালিকা নিয়ে যদি কারও কোনো মতামত বা আপত্তি থাকে, তাহলে লিখিতভাবে কমিশনকে জানাতে কমিশন পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছিল। গতকাল শুক্রবার (২৫ আগস্ট) ছিল সর্বসাধারণের মতামত জানানোর শেষ দিন।
কমিশন বলছে, তালিকায় থাকা সব নদী জীবন্ত, অর্থাৎ এসব নদী মরে যায়নি। বর্ষায় এসব নদীতে পানি থাকে। কিছু নদী শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। তবে একেবারে অস্তিত্ব নেই বা হারিয়ে গেছে—এমন কোনো নদী তাদের তালিকায় নেই।
দেশে নদ-নদীর সংখ্যা নিয়ে বিভ্রান্তির অন্যতম কারণ, নদ-নদীর সংখ্যা নিরূপণের সঠিক দায়িত্বপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান নেই। পানি উন্নয়ন বোর্ড ২০১১ সালে তাদের এক প্রকাশনায় উল্লেখ করেছে, নদ-নদীর সংখ্যা ৪০৫। তবে এই সংখ্যা নিয়ে বিতর্ক ওঠার পর পানি উন্নয়ন বোর্ড তাদের অধীন প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের সহায়তায় দেশে নদ-নদীর প্রকৃত সংখ্যা নির্ধারণের জন্য কাজ শুরু করতে যাচ্ছে।