কম্পিউটার চালু না হলে করণীয়
সেলফোন, ট্যাবলেট, কম্পিউটার সবই বৈদ্যুতিক যন্ত্র বা ডিভাইস। বিভিন্ন কারণে এসব ডিভাইস চালু হওয়া থেকে শুরু করে ভালোভাবে কাজ না করার মতো সমস্যা হয়ে থাকে। আগের দিন ভালোভাবে কম্পিউটার চলার পর পরের দিন সকালে চালু না হওয়া আতঙ্কেরই বিষয়। তবে এতে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। হার্ডওয়্যার সমস্যা, বিদ্যুৎ সংযোগ না থাকা, সফটওয়্যার বাগের কারণে সমস্যা হয়ে থাকে। কম্পিউটার চালু না হলে প্রথম পর্যায়ে বেশ কিছু করণীয় বিষয় রয়েছে। গিজচায়নার প্রতিবেদন সূত্রে এগুলো সম্পর্কে জানা গেছে-
পাওয়ার সংযোগ যাচাই করা: কম্পিউটার চালু না হলে প্রথমেই পাওয়ার বা বিদ্যুৎ সংযোগ আছে কিনা তা দেখতে হবে। এজন্য কেবল, ল্যাপটপ চার্জার বা সার্চ প্রটেক্টর ডিভাইস পরীক্ষা করতে হবে। এগুলোর কোনোটায় সমস্যা থাকলে কম্পিউটার চালু হবে না। এগুলোর সমস্যা যাচাইয়ে অন্য মাল্টিপ্লাগে লাইন দিয়ে পরীক্ষা করতে হবে। এর পরও কোনো সমাধান না পাওয়া গেলে পাওয়ার সাপ্লাই দেখতে হবে। ল্যাপটপ থাকলে পেছনে থাকা ব্যাটারি খুলে সরাসরি ডিসি পাওয়ার দিয়ে যাচাই করতে হবে।