কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিস্ময়বালক প্রজ্ঞানন্দে ভারতীয় দাবার ফিরে আসা

www.tbsnews.net প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ১১:৪২

ভারতের প্রতিভাবান দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দের বিশ্বকাপ যাত্রা ট্রফি জয় ছাড়াই শেষ হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন, আসরজুড়ে এই বিস্ময়বালকের দুর্দান্ত সব পারফরম্যান্স দেশটির দাবা খেলায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হবে। খবর বিবিসির।


আজারবাইজানে ফিদে দাবা বিশ্বকাপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় প্রজ্ঞানন্দ ও বিশ্ব র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা কার্লসেনের মধ্যে। প্রথম দুই গেম ড্র হয় প্রথম দুদিনে। লড়াই গড়ায় টাইব্রেকারে। তিনদিন ধরে চলা ফাইনালের ফলাফল মেলে গত বৃহস্পতিবার টাইব্রেকারের মধ্য দিয়ে। সেখানে প্রথম দুই রাউন্ড হেরে রানার্সআপ হন প্রজ্ঞানন্দ।


ফাইনালে হেরে গেলেও বিশেষজ্ঞরা বাকুতে অনুষ্ঠিত বিশ্বকাপ জুড়ে তরুণ প্রজ্ঞানন্দের দৃঢ়তা এবং ব্যতিক্রমী দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন। একইসাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মাইক্রো ব্লগিং সাইট  এক্স-এ প্রজ্ঞানন্দের 'উল্লেখযোগ্য' পারফরম্যান্স ও 'কঠিন লড়াই' করার জন্য অভিনন্দন জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও